জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় বরগুনায় যুব বিতর্ক উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকের্ যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে শেষ হয়। শিল্পকলা মিলনায়তনে যুব বিতর্ক উৎসবের উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ সুপার আ. ওয়ারেস, ইউনিসেফের বরিশাল বিভাগীয় প্রধান এএইচ তৌফিক আহম্মেদ, ইয়ূথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সমন্নয়ক সোহানুর রহমান।
যুব বিতর্ক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপারের প্রতিনিধি আমতলী সদর সিনিয়র সহকারি পুলিশ সুপার আঃ ওয়ারেস, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, বরিশাল ইউনিসেফ’র প্রধান এ এইচ তৌফিক আহমেদ, জেলা মুকক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আঃ রশিদ মিয়া,প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন মিরাজ প্রমূখ। বরগুনা ডিবেটিং ক্লাব ও জলবায়ু পরিবর্তনের প্রভাবের উপরে দুটি ভিডিও ডকুমেন্টরি উপস্থাপন করা হয়।
এর পরপরই দুপুর দেড়টার দিকে যুব বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। দুপুর সাড়ে ৩ টার দিকে সাংগঠনিক অধিবেশন ও সর্বশেষ বিকাল ৪ টায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন, অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ও যুব বিতর্ক উৎসবের আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নুরুজ্জামান। যুব বিতর্ক প্রতিযোগিতায় “সোসিয়াল মিডিয়া ইজ হার্মফুল ফর ইস্টুডেন্টস” এই বিষয়ের উপরে স্কুল পর্যায়ে অংশগ্রহন করে বিপক্ষ দল বরগুনা সদর উপজেলা চ্যাম্পিয়ন হয় এবং আমতলী উপজেলা রানার আপ হয়।
স্কুল পর্যায়ে নির্ধারিত বিষয়ের উপরে শ্রেষ্ঠ বক্তা হিসেবে বরগুনা সদর উপজেলার জিলা স্কুলের ছাত্র অসিত জাওয়াদ ইসমাম নির্বাচিত হয়। “চাকরির চেয়ে ব্যবসা ভাল” এই বিষয়ের উপরে কলেজ পর্যায়ে অংশগ্রহন করে বরগুনা সদর উপজেলা চ্যাম্পিয়ন হয় এবং পাথরঘাটা উপজেলা রানার আপ হয়। কলেজ পর্যায়ে নির্ধারিত বিষয়ের উপরে শ্রেষ্ঠ বক্তা হিসেবে বরগুনা সদর উপজেলার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রী রিয়া মনি নির্বাচিত হয়। “টাকা হলেই উন্নয়ন সম্ভব” এই বিষয়ের উপরে জনপ্রতিনিধি ও সাংবাদিকদের মধ্যে সাংবাদিক দল চ্যাম্পিয়ন ও জনপ্রতিনিধি দল রানার আপ অর্জণ করে। পক্ষে বিপক্ষে বিতার্কিকরা তাদের যুক্তি তর্ক উপস্থাপনের মধ্য দিয়ে যুব বিতর্ক প্রতিযোগিতাটি মনমুগ্ধকর করে গড়ে তোলে।
মূল ধারার বিতার্কীকদের বিতর্ক শেষে বরগুনা ডিবেটিং কাউন্সিলের সদস্যদের নিয়ে পুরুষের চেয়ে নারীদের ধৈর্য বেশি এই বিষয়ের উপরে একটি উপস্থিত রম্য বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যুব বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা,শিক্ষক প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। যুব বিতর্ক উৎসবের আহ্বায়কের দায়িত্বে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নুরুজ্জামান ও সদস্য সচিবের দায়িত্বে ছিলেন, বরগুনা ডিবেটিং কাউন্সিল’র কো-অর্ডিনেটর মোঃ তারিক বিন আনসারী সুমন।
বিতর্কানুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, বরগুনা ইয়্যূথ ফোরামের স্বেচ্ছাসেবক, টিআইবির ইয়েস সদস্য,রেডক্রিসেন্ট,রোভার স্কাউট,বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও অন্যান্য সংগঠনের সদস্যরা। প্রধান অতিথি বলেন, এই বিতর্কানুষ্ঠানের মধ্য দিয়ে বরগুনার যুব সমাজ আরো এক ধাপ এগিয়ে গেল।
No comments:
Post a Comment